ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ডেনমার্কের সাবেক অ্যাথলিট জোয়াকিম ওলসেনের জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:০৪, ৩১ মে ২০১৬ | আপডেট: ১৬:০৪, ৩১ মে ২০১৬

জোয়াকিম ওলসেন। ডেনমার্কের সাবেক অ্যাথলিট। ১৯৭৭ সালে আজকের এই দিনে ডেনমার্কের আলবুর্গ শহরে জন্মগ্রহন করেন তিনি। দর্শক আজ জোয়াকিম ওলসেনের জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম জোয়াকিম ওলসেন। তবে সবার কাছে জোয়াকিম নামেই বেশি পরিচিত এই সাবেক বিশ্বের এক নম্বার শর্ট পুটার। আন্তর্জাতিক অঙ্গণে অলিম্পিক ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি সময়ের জন্য নিজের নৈপুন্য দেখিয়ে খ্যাতি লাভ করেন জোয়াকিম। ২০০২ সালে ইউরোপিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের সর্বোচ্চ ২১.২৩ মি দূরত্বে গোলক নিক্ষেপ করেন তিনি। কলেজ জীবন থেকেই শর্ট পুটার খেলা শুরু করেন জোয়াকিম। আর সাবেক শর্ট পুটার ও পেশাদার কোচ টিম টেইলরের কাছ থেকে তালিম নেন জোয়াকিম। ১৯৯৬ সালে প্রথম ওয়াল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেন তিনি। আর ২০০৪ সালে অলিম্পিক গেমসে প্রথম শিরোপা জিতেন তিনি। ওয়াল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে ২০০৪ সালে বুডাপেস্ট ও ২০০৬ সালে মসনকোতে সেরা পুরষ্কার পেয়েছেন তিনি। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জুনিয়র ২০০২ মিউনিখ ও ২০০৬ সালের গোথেবার্গের শিরোপা। ২০০৫ সালে মাদ্রিদ টুর্নামেন্টের গোল্ড মেডেলিস্টের শিরোপা জিতেন জোয়াকিম। এছাড়া ২০০৭ সালে জয় করেছেন বার্মিহাম এর শিরোপা। ২০১২ সালের সামার অলিম্পিকের অংশ গ্রহন করতে চাইলেও আর পেরে উঠেন নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি