ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আগুনে পুড়েছে নরসিংদীতে ১০টি দোকান ও গাজীপুরে ৬টি তুলার গুদামসহ কয়েকটি বস্তি ঘর

প্রকাশিত : ১৬:০৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:০৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬

নরসিংদীর সাহেপ্রতাপ বাজারে পুড়ে গেছে ১০টি দোকান। আর গাজীপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ৬টি তুলার গুদামসহ কয়েকটি বস্তি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে নরসিংদীর সাহেপ্রতাপ বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেনি দমকলকর্মীরা। ওদিকে, গতকাল গভীররাতে টঙ্গীর মিলগেট এলাকায় কো-অপারেটিভ মর্কেটের পশ্চিমে একটি বস্তি ঘর থেকে আগুন লাগে। পরে তা দ্রুত কয়েকটি ঘরসহ পাশের পাঁচটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মী সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি