ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কর ফাঁকির মামলায় বার্সেলোনার আদালতে বিচার শুরু হয়েছে মেসির

প্রকাশিত : ১১:০৩, ১ জুন ২০১৬ | আপডেট: ১১:০৩, ১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কর ফাঁকির মামলায় বার্সেলোনার আদালতে বিচার শুরু হয়েছে আর্জেন্টাইন বিশ্ব সেরা তারকা ফুটবলার লিওনেল মেসির। মঙ্গলবার কাতালান আদালতে এই ফুটবালের বিচার শুরু হয়। তবে, ইনজুরির কারনে প্রথম দিন আদালতে হাজির হননি এই তারকা। তবে আইনজীবীর সাথে উপস্থিত ছিলেন মেসির বাবা হোর্হে হোরাসিও। কর ফাঁকির বিষয়ে তিনটি ভিন্ন মামলা আছে মেসি ও তাঁর বাবার বিপক্ষে। বার্সেলোনা ফরোয়ার্ড ও তাঁর বাবার বিরুদ্ধে অভিযোগ, বেলিজ ও উরুগুয়েতে কয়েকটি ভুয়া কোম্পানির কাগজপত্র দেখিয়ে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন। তবে, এইসব অভিযোগ অস্বীকার করে আসছেন মেসি ও তার বাবা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি