ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশালে পুলিশের সাথে বন্ধুক যুদ্ধে ডাকাত নিহত, আহত ৩পুলিশ সদস্য

প্রকাশিত : ১৭:২৬, ১ জুন ২০১৬ | আপডেট: ১৭:২৬, ১ জুন ২০১৬

বরিশালের শফিপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তালিকাভূক্ত ডাকাত সলিম হাওলাদার নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। বুধবার ভোরে উপজেলার উত্তর বালিয়াতলী গ্রামের আমানতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সলিম হাওলাদারকে ধরতে অভিযান চালায় তারা। বিষয়টি টের পেয়ে পুলিশের উপর হামলা করে সলিম ও তার বাহিনী। পরে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই মৃত্যু হয় সলিমের। এসময় আহত হয় পুলিশের এসআই ফারুক, কমল ও কনস্টেবল পারভেজ। ঘটনাস্থল থেকে দু’টি পাইপগান, ছয় রাউন্ডগুলি, দু’টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি