ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

প্রয়োজনে সৌদি আরবের সামরিক জোটে সৈন্য পাঠানো হবেঃ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১:৩৮, ১ জুন ২০১৬ | আপডেট: ২১:৩৮, ১ জুন ২০১৬

প্রয়োজনে সৌদি আরবের সামরিক জোটে বাংলাদেশ থেকে সৈন্য পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদিআরব সফর বিষয়ে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী। সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জোট গঠনের যে আলোচনা চলছে এর সদর দফতর  সৌদিআরবের রিয়াদে হবার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া আগামী ৩রা জুন প্রধানমন্ত্রীর সৌদিআরব সফরের উদ্দেশ্য বিস্তারিত তুলে ধরে তিনি জানান, এ সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের পারস্পরিক সহযোগিতা সহ শ্রমবাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক বিনিয়োগ বিষয়ে আলোচনা হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি