গাজীপুরের হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে
প্রকাশিত : ২১:২৬, ১ জুন ২০১৬ | আপডেট: ২১:২৬, ১ জুন ২০১৬
গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু হাইটেক সিটি করা হয়েছে।
বুধবার সকালে গাজিপুরের ঐ পার্কের প্রশাসনিক ভবনে মতবিনিময় সভায় তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান। এসময় মন্ত্রী আরও জানান, ৩৩৫ একরের বঙ্গবন্ধু হাইটেক সিটি দেশের সর্বপ্রথম হাইটেক পার্ক। এই পার্কটি সরকারের সার্বিক সহযোগিতায় পিপিপি মডেলে বাস্তবায়িত হচ্ছে। ২০৪১ সালের মধ্যে আর্থিক প্রবৃদ্ধিতে গার্মেন্টস সেক্টরকে ছাড়িয়ে যাবে দেশের আইটি সেক্টর। এর নির্মাণ শেষ হলে আগামী ১০ বছরে ৭০ হাজার লোকের কর্মসংস্থান হবে।
আরও পড়ুন