ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত

প্রকাশিত : ২১:২১, ১ জুন ২০১৬ | আপডেট: ২১:২১, ১ জুন ২০১৬

নাটোরে বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদকে গুলি ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বুধবার দুপুরে আদালতে একটি মামলার হাজিরা শেষে মোটরসাইকেলে হরিশপুর যাচ্ছিলেন তিনি। পথে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে ৭/৮ জন তাকে লক্ষ্য করে গুলি ও এলোপাতারি কুপিয়ে জখম করে। কেটে দেয় তার বাম পায়ের রগ। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল, গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি