ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মানকিনের মৃত্যুতে রাজনীতিতে শুন্যতার সৃষ্টি হয়েছেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১:৩২, ১ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৪, ৪ এপ্রিল ২০১৭

সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে শুন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় বাজেট অধিবেশন এবং দশম সংসদের ১১তম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। এর আগে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। একাদশ অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে। তবে ইদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেয়া হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি