ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মানকিনের মৃত্যুতে রাজনীতিতে শুন্যতার সৃষ্টি হয়েছেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১:৩২, ১ জুন ২০১৬ | আপডেট: ১২:৪৪, ৪ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে শুন্যতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় বাজেট অধিবেশন এবং দশম সংসদের ১১তম অধিবেশনে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এ কথা বলেন তিনি। এর আগে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। একাদশ অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চলবে। তবে ইদুল ফিতর উপলক্ষে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। দিনের কার্যসূচি অনুযায়ী বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেয়া হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি