ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দ্রব্যের দাম সহনীয় রাখতে রংপুর শহরেও বিভিন্ন সামগ্রী বিক্রি শুরু করেছে টিসিবি

প্রকাশিত : ০৯:২৪, ২ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৪, ২ জুন ২০১৬

রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে রংপুর শহরেও বিভিন্ন সামগ্রী বিক্রি শুরু করেছে টিসিবি। কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় ক্ষুব্ধ সাধারন মানুষ। অন্যদিকে জয়পুরহাট জেলায় মনোনীত ১৮ জন ডিলারের মধ্যে পণ্য বিক্রি শুরু করেছেন মাত্র একজন। রমজানের আগেই সরকারের টিসিবির মাধ্যমে রংপুরের ৫টি স্থানে ছোলা, মসুর ডাল, চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু হয়েছে। সরকারের এ উদ্যেগকে স্বাগত জানিয়েছে সাধারন মানুষ। বিশাল সিটি করপোরেশন এলাকার মাত্র ৫টি স্থানে টিসিবি সামগ্রী বিক্রি হচ্ছে। কিন্তু চাহিদার তুলনায় পণ্য কম হওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। বরাদ্দ দ্বিগুন করা প্রয়োজন, মনে করেন কনজুমার এসোসিয়েশন- ক্যাবের কর্মকর্তা ও টিসিবি ডিলার সমিতির নেতাও। টিসিবি’র মাধ্যমে ২৯ মে থেকে খাদ্যপণ্য বিক্রির ঘোষণা দেয়া হলেও এখনো পুরোদমে তা শুরু হয়নি জয়পুরহাটে। টিসিবি’র খাদ্যপণ্যে ক্রেতারদের ব্যাপক আগ্রহ থাকলেও মাত্র ১জন ডিলার পন্য বিক্রি শুরু করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। টিসিবি পন্য যথাযথভাবে বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক টিসিবি তাদের বিক্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধিসহ বরাদ্দ আরো বাড়াবে, সেই সাথে জোড়দার করবে মনিটারিং কার্যক্রম, এমনটাই দাবি সাধারন মানুষের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি