ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

জামায়াত নেতা আবদুস্ সবুরসহ গ্রেফতার ৩

প্রকাশিত : ০৯:২৬, ২ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৬, ২ জুন ২০১৬

নাশকতা পরিকল্পনার অভিযোগে চট্টগ্রাম নগর জামায়াতের নেতা আবদুস্ সবুরসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোকতার হোসেন। নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার  দ্বীপ ম্যানসন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বাকি দুইজন হলেন, ছাত্র শিবিরের নেতা তাহসিন ও জামায়াতের চট্টগ্রামের কেন্দ্রীয় কার্যালয়ের অফিস সহকারি শহিদুল ইসলাম। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে প্রচারণামূলক লিফলেট উদ্ধার করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি