ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

জিয়া চ্যারিটেবল ট্যাস্ট দুর্নীতি মামলার শুনানি আগামী ২৩ জুন

প্রকাশিত : ১৩:২০, ২ জুন ২০১৬ | আপডেট: ১৩:২০, ২ জুন ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্যাস্ট দুর্নীতি মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে আগামী ২৩ জুন নির্ধারণ করেছেন আদালত। সকালে রাজধানীর বকশীবাজার আলীয়া মদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদাজিয়া উপস্থিত হয়ে আত্মপক্ষ সমর্থন করে সময়ের আবেদন করলে আদালত ২৩ জুন পরবর্তী শুনানীর দিন ধার্য করেন। পরে খালেদা জিয়ার আইনজীবি বলেন, উচ্চ আদালতে এই মামলার শুনানী থাকায় সময়ের আবেদন করা হয়েছে। অপরদিকে রাষ্ট্র পক্ষের আইনজীবি সময় আবেদনের বিরোধীতা করেল আদালত পরবর্তী শুনানীর দিন ধার্য করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি