ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ শিক্ষক সমীতির সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৯:৫৯, ২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ২ জুন ২০১৬

শিক্ষা ব্যবস্থা ও স্বীকৃতি প্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে জাতীয় করনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমীতি। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে বাংলাদেশ শিক্ষক সমীতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সরকারী নিয়ম অনুসারে, অবসর সুবিধা বোর্ড ও কল্যান ট্রাষ্ট ফাউন্ডেশনের ঘাটতি পূরনে জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানান শিক্ষকরা। একই সঙ্গে অবসরের তিন মাসের মধ্যে আর্থিক সুবিধা লাভের পাশাপাশি প্রশাসনিক জটিলতা ও দীর্ঘ সুত্রিতার দরীকরনে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষক সমীতির শিক্ষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি