ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

আজ তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত : ১৯:৪৯, ২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৪৯, ২ জুন ২০১৬

এএফসি ২০১৯ সালের এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে আজ তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুশানবের পামির স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে এ ম্যাচ। দুদলের ৮ বারের মুখোমুখিতে ৫টি জয় পেয়েছে তাজিকিস্তান। ২টি ড্র সহ একটি জয় পায় বাংলাদেশ। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুশানবেতে ৫-০ গোলে হেরে ছিলো বাংলাদেশ। আর নিজেদের মাঠে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে। ৭ই জুন ঘরের মাঠে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরতি লেগে তাজিকিস্তানকে আতিথ্য জানাবে মামুনুলরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি