ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

আপিল বিভাগে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা হোসেইন হায়দার, নিজামুল হক নাসিম ও বজলুর রহমান

প্রকাশিত : ১৩:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩২, ৮ ফেব্রুয়ারি ২০১৬

আপিল বিভাগে বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা হোসেইন হায়দার, মোহাম্মদ নিজামুল হক নাসিম ও মোহাম্মদ বজলুর রহমান। তবে, আপিল বিভাগে বিচারপতি নিয়োগে জেষ্ঠ্যতা লংঘনের অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আর এই অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেছেন এটর্নি জেনারেল। এদিকে, অবসরে যাওয়া বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী জানিয়েছেন, তার কাছে থাকা মামলার নথি ফেরত দেবেন না। সোমবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আপিল বিভাগের তিন বিচারপতির শপথ পাঠ করান। এর পরপরই নতুন বিচারপতিদের নিয়ে আপিল বিভাগের দু’টি বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি। পরে সুপ্রিম কোর্টের আইনজীবীদের পক্ষ থেকে তিন বিচারপতিকে সংবর্ধনা দেয়া হয়। এ’সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন এই নিয়োগ প্রক্রিয়ায় জেষ্ঠ্যতা লংঘনের অভিযোগ এনে আপিল বিভাগে বিচারপতি নিয়োগে নীতিমালা দাবি করেন। তবে, আপিল বিভাগে বিচারপতি নিয়োগে জেষ্ঠ্যতা লংঘনের ঘটনা ঘটেনি বলে জানান এটর্নি জেনারেল। এদিকে, অবসরে যাওয়া বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুীর জানিয়েছেন, তার কাছে থাকা রায় ও আদেশের কপি জমা দিয়েছেন। তবে, অন্যান্য নথি ফেরত দেবেন না। এ’ব্যাপারে প্রধান বিচারপতির আদেশ অবৈধ বলেও উল্লেখ করেন তিনি। অনুমতি ছাড়া কোর্ট প্রাঙ্গনে সংবাদ সম্মেলন না করার আইনের কথা সোমবার আবারও স্মরণ করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের রেজিষ্টার জেনারেলের অফিস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি