ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আর্জেন্টিনার ফুটবলার সার্জিও এগুয়েরোর জন্মদিন আজ

প্রকাশিত : ১৯:৫১, ২ জুন ২০১৬ | আপডেট: ১৯:৫১, ২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

সার্জিও এগুয়েরো আর্জেন্টিনার পেশাদার ফুটবলার। বর্তমানে ম্যানচেস্টার সিটি ক্লাবের হয়ে খেলছেন এই স্ট্রাইকার। ১৯৮৮ সালে আজকের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস শহরে জন্মগ্রহন করেন তিনি। আর্জেন্টিনার ফুটবলার সার্জিও লিওনেল অ্যাগুয়েরো। সবাই জার্সিও অ্যাগুয়েরো নামেই ডাকেন তাকে। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। ১৯৯৭ সালে প্রথম ফুটবল খেলা শুরু করেন ইন্ডেপেন্ডিয়েন্ট ক্লাবের হয়ে। আর ১৫ বছর বয়সে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের অভিষেক হয় তাঁর। যুব ক্যারিয়ায়ে ইন্ডেপেন্ডিয়েন্ট ক্লাবে ভালো খেলায় ডাক পান বয়সভিত্তিক দলেও। এই ক্লাবে খেলেন ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত। এরপর যোগ দেন অ্যাটলেটিকো মাদ্রিদে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ম্যাচ খেলেন ১৭৫টি। ভলো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ২০১১ সালে বেশি পারিশ্রমিকে খেলেন ম্যানচেস্টার সিটিতে। আর বর্তমানে এই ক্লাবের জার্সিতেই খেলে যাচ্ছেন তিনি। এপর্যন্ত ১৫০টি ম্যাচ খেলে গ্ধোসঢ়;ল করেছেন ১০২টি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতের আলো ছড়ান এ দক্ষ স্ট্রাইকার। খেলেন আর্জেন্টিনা অনুর্ধ্ব- ১৭ ও ২০ দলে। আর ২০০৬ সাল থেকে খেলে যাচ্ছেন আর্জেন্টিনার জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ৭১টি ম্যাচ খেলে গোল করেছেন ৩২টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি