ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়নগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত : ২০:৩৬, ২ জুন ২০১৬ | আপডেট: ২০:৩৬, ২ জুন ২০১৬

নারায়নগঞ্জে রুপগঞ্জের সংরক্ষিত মহিলা সদস্য এক প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ঐ শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন মডেল একাডেমির ছাত্রছাত্রী ও শিক্ষকরা মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৯ মে রুপগঞ্জে সংরক্ষিত মহিলা সদস্য বিউটি আক্তার লোকজন নিয়ে স্কুলের আসবাবপত্র ভাংচুর ও প্রধান শিক্ষক ফারুক আহমেদকে জুতাপেটা করে। এ ঘটনায় বিচারের দাবী জানান বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি