ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

৫ দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৫৬, ৩ জুন ২০১৬ | আপডেট: ০৯:৫৬, ৩ জুন ২০১৬

সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে বিকেলে পাঁচদিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ সিংহাসনে আরোহনের পর এটাই শেখ হাসিনার প্রথম সফর। প্রধানমন্ত্রী আজ রাতে পবিত্র মক্কা নগরীর হারাম শরিফে ওমরাহ পালন করবেন এবং শনিবার ফজরের নামাজ আদায় করবেন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী জেদ্দায় এক অনুষ্ঠানে রিয়াদে বাংলাদেশের চ্যান্সেরি কমপ্লেক্স এবং বাংলাদেশ ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রোববার জেদ্দা নগরীর আল আন্দালুসে আল সালাম প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী মদীনার উদ্দেশে জেদ্দা ত্যাগ করবেন। মঙ্গলবার দেশের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি