ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নির্মান করা হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

প্রকাশিত : ১২:৪২, ৩ জুন ২০১৬ | আপডেট: ১২:৪২, ৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

কম খরছে সেন্টার বেইজড চিকিৎসা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নির্মান করা হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে এক হাজার তিনশ’ ৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই স্পেশালাইজড হাসপাতাল। কোরিয়া সরকারের সহযোগিতায় এক হাজার শয্যার হাসপাতালটি ২০১৯ সালের মধ্যে আলোর মুখ দেখবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের প্রায় সব আধুনিক দেশে বিষয়ভিত্তিক চিকিৎসেবার সব সরঞ্জাম আর ব্যবস্থাপনা থাকে একই ছাদের নিচে; চিকিৎসাশাস্ত্রে তা সেন্টার বেইজড সিস্টেম নামেই পরিচিত। আর তাতে রোগির ভোগান্তি থাকে প্রায় শূন্যের কোঠায়, সন্তুষ্টি শতভাগ। তারই আদলে এই প্রথম চিকিৎসাখাতের সর্বোচ্চ বিনিয়োগ প্রায় দেড় হাজার কোটি টাকায় ১৩ তলা বিশিষ্ট ’সুপার স্পেশালাইজড হসপিটাল’ গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পের কারিগরি সহায়তা ছাড়াও দক্ষিণ কোরিয়া সরকারের এক হাজার ৪৭ কোটি ৩৩ লাখ টাকা মিলবে সহজ ঋণের আওতায়। এরই মাঝে প্রকল্পটি পাশ হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেকে। চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হবে নির্মান কাজ । প্রকল্পটি বাস্তবায়িত হলে ইমার্জেন্সী ও আইসিইউ সুবিধাসহ বক্ষব্যাধি, মা ও শিশু, ক্যান্সারসহ প্রায় সব রোগের চিকিতসায় আলাদা ব্যবস্থা থাকবে। ফলে পুরো চিকিৎসা ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ কামরুল হাসান খান। প্রান্তিক মানুষের জন্য কম খরচে আধুনিক চিকিৎসা সেবা প্রদানেও এই হাসপাতাল মাইলফলক হবে বলে জানান তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি