ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বিশ্ব শান্তির পতাকা হাতে বাংলাদেশ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ২৭ এপ্রিল ২০১৮

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণের ৩০ বছর পূর্ণ হয়েছে। গৌরবময় এই অংশ গ্রহণের জন্য বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে জাতিসংঘ।

১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধে ১৫ জন বাংলাদেশি সামরিক পর্যবেক্ষক পাঠায় জাতিসংঘ। ১৫ থেকে সেই সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৫৪৫ জনে দাঁড়িয়েছে।

মাঝে কেটে গেছে ৩০ বছর। ইউফ্রেটিস নদীর জল ছড়িয়ে পড়েছে কঙ্গো থেকে নীলনদ-এমনকি আফ্রিকার ঘনজঙ্গলের সরু নদীগুলোতেও।

৪০ দেশে ৫৪টি শান্তি মিশনে ছড়িয়ে পড়েছে নীল ক্যাপ পড়া বাংলাদেশ সশস্ত্রবাহিনী। এই ৩০ বছরে বিশ্বজুড়ে শান্তির জন্য ১৪২ জন শহীদ হয়েছেন, আহত হয়েছে ২২৩ জন।

বাংলাদেশ এখন জাতিসংঘে দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ। মিশনের সুবাদে সিয়েরালিওনের দ্বিতীয় ভাষা এখন বাংলা। আরও বড় প্রাপ্তি আছে বাংলাদেশের। আফ্রিকার প্রত্যন্ত গ্রামগুলোর হৃদয়ে ঢুকে পড়েছে লাল-সবুজ পতাকা। 

এখনও ৭ হাজার ৯১ জন বাংলাদেশি সৈনিক ১১টি দেশে জীবন বাজি রেখে লড়ছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিশ্বকে দেখিয়েছে, কিভাবে শান্তির জন্য লড়তে হয়।

 

ভিডিও:

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি