ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের আজ জন্মদিন

প্রকাশিত : ১২:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০১৬

খালেদ মাসুদ পাইলট সাবেক ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফলতম উইকেট রক্ষক। ১৯৭৬ সালের আজকের দিনে জন্ম হয় এ তারকা ক্রিকেটারের। দর্শক তার জন্ম দিনে আসুন জেনে নেই পাইলটের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম খালেদ মাসুদ পাইলট, তবে সবার কাছে পাইলট নামেই বেশী পরিচিত। ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক।  ১৯৭৬ সালের ৮ই ফেব্রুয়ারী রাজশাহীতে জন্মগ্রহণ করেন পাইলট। ১৯৯৭ সালের আইিিসসি ট্রফির ফাইনালে পাইলটের ব্যাট থেকে আসা ৬ কেনিয়ার বিপক্ষে ম্যাচ জিতবে বিশেষ অবদান রেখেছে। টেস্ট ও ওয়ানডে উভয় ক্ষেত্রেই সফলতার সঙ্গে খেলেছেন এ ডানহাতি ব্য্যটসম্যান। ২০০০ সালের ১০ই নভেম্বও ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে পাইলটেরও অভিষেক হয় টেস্ট ক্রিকেটে। এরআগে ১৯৯৫ সালের ৫ই এপ্রিল ভারতের বিপক্ষে ওয়ানডে-তে অভিষেক হয় তার। ২০০৭ সালের ২৮ শে জুন শ্রীলংকার বিপক্ষে শেষ টেস্ট এবং ২০০৬ সালের ৫ই ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ খেলেন। ক্যারিয়ারে ৪৪টি টেস্টে ১টি সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৪’শ ৯ রান করেন পাইলট। আর ১২৬টি ওয়ানডে ম্যাচে ৭টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৮’শ ১৮ রান করেন। ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও কোচিংয়ের সাথে যুক্ত রয়েছেন এ তারকা ক্রিকেটার। ক্রিকেট ছাড়াও টেলিভিশনে কয়েকটি নাটকে অভিনয় করেছেন খালেদ মাসুদ পাইলট।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি