ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

প্রকাশিত : ১৫:৩৬, ৫ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৬, ৫ জুন ২০১৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। বিইউপির উপাচার্য মেজর জেলারেল শেখ মামুন খালেদ এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। দিনটিকে স্মরনীয় করে রাখতে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাতে অংশ নেয়, বিইউপি উপাচার্যসহ উপ-উপাচার্য অধ্যাপক ড. নাজমূল আহসান কলিমউল্লাহ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। শোভাযাত্রাটি মিরপুর সেনানিবাস এলাকায় প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচায দেশের উত্তোরোত্তর কামনা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি