ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীতে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : ০৯:২১, ৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:২১, ৬ জুন ২০১৬

রাজবাড়ীর সদরের বাগমারা এলাকায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এদিকে আশুলিয়ায় ট্রাক চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সকালে বরিশাল থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী নারিকেল বোঝাই একটি ট্রাক রাজবাড়ির বাগমারা এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সামাদ মোল্লা ও ব্যবসায়ী রহিম সরদার মারা যান। এদিকে গত রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ট্রাক চাপায় গালেনুর নামের এক পোশাক শ্রমিক মারা যান। প্রতিবাদে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। একটি ট্রাকে আগুন দেয় ও কয়েকটি গাড়ি ভাংচুর করে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি