ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরাকের ফালুজা শহর থেকে বের হওয়ার চেষ্টা করলেই গুলি করে হত্যা করছে আইএস

প্রকাশিত : ০৯:১৯, ৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:১৯, ৬ জুন ২০১৬

Ekushey Television Ltd.

ইরাকের ফালুজা শহর থেকে বের হওয়ার চেষ্টা করলেই বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা করছে আইএস। নরওয়ে ভিত্তিক একটি শরণার্থী সংস্থা- এনআরসি এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ফালুজা শহরে আটকা পড়ে আছে ৫০ হাজারেরও বেশি বাসিন্দা। এরমধ্যে ইউফ্রেটিস নদী পার হয়ে যারাই শহর ছেড়ে পালানোর চেষ্টা চালাচ্ছে তাদের সরাসরি গুলি করে হত্যা করছে আইএস। শহর থেকে বের হওয়ার ওই রাস্তাটি এখনও আইএসের নিয়ন্ত্রণে। যদিও শহরের বাকি অংশ ঘিরে রেখেছে সরকারি বাহিনী। এদিকে রোববার ফালুজার উত্তরাঞ্চলে একটি গণকবরে ৪শ’ জনের মরদেহ পাওয়া গেছে। গেল মাসে আইএসের কাছ থেকে শহরটি পুনর্দখলে নিতে অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি