ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হবিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ১, আহত ৯

প্রকাশিত : ০৯:৩২, ৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩২, ৬ জুন ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাটের সদর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক কিশোর নিহত ও ৯ জন আহত হয়েছেন। পুলিশ জানান, রোববার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন ১০ জন। গুরুতর আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মনির হোসেন নামের ওই কিশোর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি