ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে পাকিস্তান

প্রকাশিত : ১২:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবরে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৬১ রান। মিরপুরে ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্কতার সঙ্গে ব্যাট করতে থাকে পাকিস্তানি দুই ওপেনার। তবে দলীয় ৪ ও ব্যক্তিগত ৩ রানে জিশান মালিক আউট হন। এরপর ১০ রান যোগ হতেই শাদাব খান আউট হলে চাপে পড়ে পাকিস্তান। দলীয় ২১ রানে মোহাম্মদ উমর ৮ রান করে আউট হলে সে চাপ আরো বাড়ে। দলীয় ৪০ ও ৫৭ রানে আরো ২ উইাকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি