ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শবে বরাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৩০ এপ্রিল ২০১৮

পবিত্র শবে বরাত আগামীকাল মঙ্গলবার। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র হিসেবে এ রাতে পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া এ আদেশ দিয়েছেন বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বিস্ফোরক জাতীয় দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি