ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

প্রতিবন্ধিবান্ধব বাজেট হয়নি মন্তব্য করেছেন অ্যাকসেস বাংলাদেশ

প্রকাশিত : ২০:২১, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:২১, ৬ জুন ২০১৬

এবারের বাজেটকে প্রতিবন্ধিবান্ধব বাজেট হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাকসেস বাংলাদেশ সোমবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন সংগঠনের নেতারা। তারা বলেন, বাজেটে প্রতিবন্ধীদের অধিকারের দৃষ্টিতে না দেখে কল্যানের দৃষ্টিতে দেখা হয়েছে। ফলে প্রতিবন্ধীদের উন্নয়নের বিষয়টি সামাজিক নিরাপত্তার জালে আটকে আছে বলেও মন্তব্য করেন তারা। বাজেটে প্রতিবন্ধিদের জন্য বরাদ্দ বাড়লেও তার সঠিক বাস্তবায়ন নিয়ে শংকা প্রকাশ করে অ্যাকসেস বাংলাদেশ ফাইন্ডেসন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি