ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

যশোরে দুর্বৃত্তের হামলায় নিহত ২, গনপিটুনিতে নিহত ১

প্রকাশিত : ২০:৩০, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৩০, ৬ জুন ২০১৬

যশোরের বাঘারপাড়ায় পেট্রোল পাম্পে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত । গত রোববার রাতে যশোর-নড়াইল সড়কের চারাভিটা এলাকায় আবদুল বারী ফিলিং স্টেশনে ওই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- পাম্পের ব্যবস্থাপক ওবায়দুর রহমান এবং ওই পাম্পের পাশের এক বাড়ির বাসিন্দা লিজন আহমেদ অপু। পুলিশ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ ওই ফিলিং স্টেশনে যায় এবং ম্যানেজারের ঘর বাইরে থেকে তালা দেয়া অবস্থায় পায়। পরে তালা ভেঙে ভেতরে থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে। এদিকে যশোর-মাগুরা মহাসড়কের পাঁচবাড়িয়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নেয় একদল ডাকাত। সেসময় গণপিটুনীতে নিহত হয় একজন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি