ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০

প্রকাশিত : ২০:৩৫, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৩৫, ৬ জুন ২০১৬

ময়মনসিংহের ত্রিশাল সদরে পিকআপ ভ্যানের চাপায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রাজবাড়ী, কুমিল্লা ও টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো ৭ জন। পুলিশ জানায়, সোমবার দুপুরে ময়মনসিংহ ত্রিশাল সদরের মুচারবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রিকশা ও যাত্রীবাহী ভ্যানকে চাপা দেয়। গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যান। এদিকে কুষ্টিয়াগামী একটি ট্রাক রাজবাড়ির বাগমারা এলাকায় ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দিলে মারা যান ২ জন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২ জন। আহত হয়েছেন ১০ জন। কুমিল্লার সৈয়দপুরে ট্রাক চাপায় মারা গেছেন সিএনজি অটোরিক্সার দুই যাত্রী। আহত হয়েছেন ২ জন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যোগারচরে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ২ জন আহত হয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি