ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোপা আমেরিকা কাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও চিলি

প্রকাশিত : ২০:৩৭, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:৩৭, ৬ জুন ২০১৬

কোপা আমেরিকা কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই শিরোপা প্রত্যাশি আর্জেন্টিনা ও চিলি। দিনের অন্য ম্যাচে পানামার মুখোমুখি হবে বলিভিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে এই ম্যাচ। আর্জেন্টিনা দলের সাথে অনুশীলন করেছেন প্রধান তারকা লিওনেল মেসি। তবে, ইনজুরির কারনে এখনো তাঁর খেলা অনিশ্চিত। ২৮শে মে হন্ডুরাসের বিপক্ষে প্রস্ততি ম্যাচে দ্বিতীয়ার্ধে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড। এরপরও নিজেদের প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টাইনরা। এদিকে, গত আসরের ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। এবার নিজেদের প্রথম ম্যাচে সেই আর্জেন্টিনার বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি