ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সংসদ সদস্য মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে নির্বাচনী আসন শুণ্য

প্রকাশিত : ০৮:৩২, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৮:৩২, ৭ জুন ২০১৬

সংসদ সদস্য মুজিবুর রহমান ফকিরের মৃত্যুতে ময়মনসিংহের গৌরিপুরে শুণ্য হওয়া আসনে বইছে নির্বাচনী হাওয়া। উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন নারীসহ দেড় ডজন প্রার্থী। তারা নানা প্রতিশ্র“তিও দিচ্ছেন ভোটারদের। তফসিল ঘোষণা করা হয়নি এখনও। তব্ওু পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন গৌরিপুরের সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন নারীসহ আওয়ামী লীগের ১৮ জন। এলাকার মানুষের মন জয় করতে নানা প্রতিশ্র“তিও দিচ্ছেন তারা। দলের ত্যাগী ও মানুষের কল্যাণে নিবেদিত কাউকে মনোনয়ন দেয়া হবে, এমনই চান তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুজিবুর রহমান ফকির। ২মে তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি