ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় বিমান হামলায় নিহত অন্তত ১৭

প্রকাশিত : ০৮:৫০, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৮:৫০, ৭ জুন ২০১৬

আইএসের দখলে থাকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর আশারাতে বিমান হামলায় অন্তত ১৭ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে, সিরিয়ায় কাজ করা একটি মানবাধিকার সংস্থা। নিহতদের মধ্যে ৮টি শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, সরকারি অথবা রাশিয়ান যুদ্ধবিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। যদিও এ’ ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু জানানো হয়নি। এদিকে, জাতিসংঘ জানিয়েছে, আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরাঞ্চলীয় শহর মানবিজে জঙ্গিদের লক্ষ্য করে কুর্দি বিদ্রোহীদের হামলায় এরই মধ্যে গৃহহীন হয়েছে ২০ হাজার মানুষ। সেখানে দ্রুত সংকটের সমাধান না হলে আরো সোয়া ২ লাখ মানুষ গৃহহীন হবে বলেও সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি