ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কোপা আমেরিকা ফুটবলে জয় পেয়েছে পানামা

প্রকাশিত : ০৮:৫৪, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৮:৫৪, ৭ জুন ২০১৬

কোপা আমেরিকা ফুটবলে জয় পেয়েছে পানামা। ডি গ্র“পে পেরেজের জোড়া গোলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। ফ্লোরিডার ক্যাম্পিং স্টেডিয়ামে শুরু থেকেই বলিভিয়ার উপর চড়াও হয় পানামা। ফলে পেরেজের গোলে ১১ মিনিটেই এগিয়ে যায় তারা। এরপর গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় বলিভিয়া। সফলও হয় তারা। খেলার ৫৪ মিনিটে আরসের গোলে ১-১ এ সমতা আনে বলিভিয়া। তবে শেষরক্ষঅ হয়নি তাদের। ৮৭ মিনিটে পেরেজ নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোলটি করলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পানামা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি