ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের ৫ বছর আগেই ঐতিহাসিক ৬ দফা পেশ করেছিলেন বঙ্গবন্ধু

প্রকাশিত : ০৯:৩৪, ৭ জুন ২০১৬ | আপডেট: ০৯:৩৪, ৭ জুন ২০১৬

পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষন ও অথনৈতক বৈষ্যম্যের চিত্র তুলে ধরে, মুক্তিযুদ্ধের পাঁচ বছর আগেই ঐতিহাসিক ৬ দফা পেশ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে এক সম্মেলনে, প্রথমবারের মতো বাঙালী জাতির মুক্তির এ সনদ ঘোষণা করেন তিনি। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬দফা কর্মসূচী ঘোষনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১ম দফায় তুলে ধরেন শাসন তান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। ২য় এবং তৃতীয় দফায় আসে কেন্দ্রেীয় সরকারের ক্ষমতা এবং মুদ্রা ও অর্থ সমন্বীয় ক্ষমতার দাবী। পরবর্তি তিনটি দাবি ছিল রাজস্ব, কর বা শুল্ক সমন্বীয় ক্ষমতা, বৈদেশিক বানিজ্য বিষয়ক ক্ষমতা এবং অঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা। ৫ই ফেব্রুয়ারির উত্থাপিত ৬দফা কর্মসূচী, ২১শে ফেব্রুয়ারি আওয়ামীলীগের ওয়াকিং কমিটির বৈঠকে অনুমোদিত হয়। এবং তা ১৮ই মার্চ রেসকোর্স ময়দানে জনগনের উদ্দেশ্যে প্রচার করেন বঙ্গবন্ধু । একই বছরের ১৯শে মার্চ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়ে শেখ মুজিবুর রহমান ২৩শে মার্চ লাহোরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে পেশ করেন ৬-দফা । ৩০শে মে ৩২নম্বরের শেখ মুজিবের বাড়িতে ওয়ার্কিং কমিটির সভা থেকে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেফতার, অত্যাচার এবং শেখ মুজিবসহ অন্য নেতাদের মুক্তির দাবিতে ৭ জুন হরতাল আহবান করা হয়। কর্মসূচীর ধারাবাহিকতায় হরতালের দিনেই তেজগাওয়ের শ্রমিক মনু মিয়াসহ বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে ৪১ জন নিহত হয় এবং এক হাজার জনকে গ্রেফতার করা হয়। সেই থেকে ৭ জুন পালিত হয়ে আসছে ঐতিহাসিক ৬ দফা দিবস।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি