ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চিলিকে ২-১ গোলে হারিয়ে আর্জেন্টিনার শুভ সূচণা

প্রকাশিত : ১৩:২৪, ৭ জুন ২০১৬ | আপডেট: ১৩:২৪, ৭ জুন ২০১৬

কোপা আমেরিকা ফুৃটবলে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচণা করেছে আর্জেন্টিনা। মেসি বিহিন ম্যাচে দলের পক্ষে গোল দুটি করেন ডি মারিয়া ও এবার বানেগা। আর চিলির পক্ষে সান্তনার গোলটি করেন ফুয়েনজালিদা। এদিকে, পেরেজের জোড়া গোলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে পানামা। ক্যালির্ফোনিয়ার লেভি’স স্টেডিয়ামে তারকা ফুটবলার মেসিকে বাইরে রেখেই মাঠে নামে আর্জেন্টিনা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে খেলা। প্রথমার্ধে চিলির প্রাধান্য বেশী থাকলেও গোলের দেখা পায়নি । খেলার ৩০ মিনিটে আলেক্স সানচেজের শট কর্ণারের বিনিময়ে রক্ষা করেন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। এরপর ৩৪ মিনিটে সানচেজের ফ্রি-কিক দক্ষতার সঙ্গে ধরেন রোমেরো। ফলে গোলশূণ্যই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে আর্জেন্টিনার  আক্রমণ। খেলার ৫১ মিনিটে ডি মারিয়া দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন । ৫৭ মিনিটে ওরেলানার শট দক্ষতার সঙ্গে সেভ করেন রোমেরো। এর ২ মিনিট পরইে এবার বানেগা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। খেলার শেষে অতিরিক্ত সময়ে ফুয়েনজালিদা গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। ফলে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে। এদিকে অপর ম্যাচে জয় পেয়েছে পানামা। ডি গ্র“পে পেরেজের জোড়া গোলে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি