ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যায় জড়িতদের রেহাই দেয়া হবে নাঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৩২, ৭ জুন ২০১৬ | আপডেট: ১৪:৩২, ৭ জুন ২০১৬

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যায় জড়িতদের রেহাই দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী সোমবার বিকেলে মদিনায় হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে একথা জানান। তিনি এ ঘটনাকে অত্যন্ত দু:খজনক বলে মন্তব্য করেন। বিএনপি জামায়াত জ্বালাও পোড়াও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে বলে আবারো অভিযোগ করেন প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে সৌদি আরবের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানোর প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। ৫ দিনের সফর শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি