ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভে নিহত ৪

প্রকাশিত : ০৯:২৪, ৮ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৪, ৮ জুন ২০১৬

পাপুয়া নিউ গিনিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভে পুলিশের গুলিতে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহত ছাত্রদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী পিটার ও’নেইল এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তবে প্রধানমন্ত্রী সে অভিযোগ অস্বীকার করেছেন। প্রধনমন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাত্ররা তাদের ক্লাস বর্জনের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকৃতি জানালে গেলো মাসে আনুষ্ঠানিকভাবে ক্লাস বন্ধ করে দেয় ছাত্ররা। বুধবার একই দাবিতে ছাত্ররা র‌্যালি নিয়ে পার্লামেন্টের উদ্দেশ্যে যেতে চায়লে টিয়ার সেল ও গুলি ছোঁড়ে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি