ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়: মোদি

প্রকাশিত : ১০:২৪, ৯ জুন ২০১৬ | আপডেট: ১০:২৪, ৯ জুন ২০১৬

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। বুধবার দেয়া এ ভাষণে নিরাপত্তা বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও গভীর সম্পর্ক চান মোদি। কেবল সামরিক শক্তিমত্তা, গোয়েন্দা তথ্য ও কূটনীতির মতো প্রথাগত উপাদানগুলো ব্যবহার করে এ লড়াইয়ে বিজয়ী হওয়া যাবে না বলে জানান তিনি। ভাষণে প্রতিবেশী পাকিস্তানের নাম উল্লেখ না করলেও যারা সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে কাজ করে, তাদের শক্ত বার্তা দেয়ার জন্য কংগ্রেসের সদস্যদের অনুরোধ করেন মোদি। ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা এশিয়া থেকে আফ্রিকা এবং ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে শান্তির নিশ্চয়তা দিতে পারে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি