ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

শ্যামল কান্তির ঘটনায় তদন্তে কি এসেছে তা জানাতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত : ১৫:১১, ৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:১১, ৯ জুন ২০১৬

নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় করা জিডি তদন্তে কি এসেছে তা জানাতে আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন। একই সঙ্গে বেঞ্চে এ ঘটনায় জেলা প্রশাসনের প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। এতে বলা হয়েছে, কান ধরে ওঠবস করার ঘটনা সত্য। মোতাহার হোসেন আদালতকে বলেন, আদালতের নির্দেশের আলোকে জেলা প্রশাসক তাঁর প্রতিবেদন দিয়েছেন। তবে পুলিশ প্রশাসন প্রতিবেদন দেওয়ার জন্য ৬০ দিন সময় চেয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি