পুরান ঢাকার ব্যবসায়ীদের ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের দাবি
প্রকাশিত : ১৫:১৩, ৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:১৩, ৯ জুন ২০১৬
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ২০ শতাংশ মূল্য সংযোজন ধরে তার উপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন পুরান ঢাকার ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পুরান ঢাকার ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ দাবি জানান। তারা বলেন, এই সুযোগ না পেলে রেয়াত সুবিধা পাওয়া বড় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় সক্ষমতা হারাবেন ছোট ব্যবসায়ীরা। এসময় বিদ্যামান টার্নওভার কর পরিশোধের নিয়ম আগের মতো বহাল রাখারও দাবি জানান তারা।
আরও পড়ুন