ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে চিলি

প্রকাশিত : ১০:২১, ১১ জুন ২০১৬ | আপডেট: ১০:২১, ১১ জুন ২০১৬

কোপা আমেরিকা ফুটবলে প্রথম জয় পেয়েছে চিলি। নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে হারিয়েছে ২-১ গোলে। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই তাল মিলিয়ে খেলতে থাকে চিলি। ৪৬ মিনিটে আর্তুরো ভিডাল গোল করলে এগিয়ে যায় তারা। ৬১ মিনিটে বলিভিয়ার হয়ে জাসমানি ক্যাম্পোস গোল করলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে। নির্ধারিত খেলার অতিরিক্ত সময়ে ফ্রান্সের আর্তুরো ভিডাল আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। ২ ম্যাচ শেষে ডি গ্র“পে থাকা ৩ পয়েন্ট নিয়ে চিলির অবস্থান তৃতীয়। আর শূন্য পয়েন্টে বলিভিয়ার রয়েছে এক ধাপ নিচে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি