ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স

প্রকাশিত : ১০:২৩, ১১ জুন ২০১৬ | আপডেট: ১০:২৩, ১১ জুন ২০১৬

ইউরো ২০১৬ সালের উদ্বোধনী ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ইউরোপিয়ান ফুটবরের সবচেয়ে বড় আসরের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলো ফ্রান্স। ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। ৫৭মিনিটে স্ট্রাইকার অলিভিয়ের গোল করলে লিড নেয় ফ্রান্স। তবে এগিয়ে থেকে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ৬৫মিনিটে রোমারিয়ার বুগডান স্টানছু পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। আর ৮৯ মিনিটে ফ্রান্সের দিমিত্রি পেয়েট গোল করে জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষ পর্যন্ত আর গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি