পাকিস্তানকে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে ওয়েষ্ট ইন্ডিজ
প্রকাশিত : ১৭:৫৬, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২৩:৪৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬
অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে ওয়েষ্ট ইন্ডিজ। জয়ের জন্য ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬০ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় ক্যারিবিয় যুবারা। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে পাকিস্তান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। ব্যাক্তিগত ৩ রানে ওপেনার জিসান মালিক প্যাভিলিয়নে ফেরত যান। এরপর ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে স্বল্প পুঁজিতে গুটিয়ে যাওয়ার শংকায় পড়ে তারা।
মাঝে উইকেট কিপার ব্যাটসম্যান উমাইর মাসুদ হাল ধরেন। দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করে বিপর্যয় কাটান তিনি। ১১৪ বলের মোকাবেলায় ১৫টি চার আর ২টি ছয়ের মার ছিল মাসুদের ইনিংসে। ৫৮ রানে অপরাজিত থেকে তাকে কার্যকর সাপোর্ট দেন সালমান ফয়েজ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে ক্যারিবিয়ান যুবারা। ওপেনার গিরডন পোপ ২৫ রানে আউট হলেও দলপতি হেটমায়ার আর ইমল্যাচের জোড়া হাফ সেঞ্চুরীতে জয়ের ভিত পায় ওয়েষ্ট ইন্ডিজ।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ইমল্যাচ। ৭৬ বলের মোকাবেলায় ৫টি চারের মার ছিল ইমল্যাচের ইনিংসে। এছাড়া ৪২ বলে ৫২ রান করেন হেটমায়ার। আর শেষ দিকে গুলি ২৬ রানে এবং কিমো পল ২৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নোঙ্গর করান।
আরও পড়ুন