ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সন্ত্রাসী সংগঠন ও এর মদদদাতাদের খুঁজে বের করতে হবে দেশ ও জাতির স্বার্থেই

প্রকাশিত : ১৬:৫৫, ১১ জুন ২০১৬ | আপডেট: ১৬:৫৫, ১১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

দেশ ও জাতির স্বার্থেই সন্ত্রাসী সংগঠন ও এর মদদদাতাদের খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। শুক্রবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ’কথা বলেন। বিশিষ্টজনেরা বলেন, সন্ত্রসীদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবেও প্রতিহত করতে হবে। প্রয়োজনে স্পেশাল ফোর্স নামিয়ে সন্ত্রাসীদের দমনের আহ্বান জানান তারা। সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, সাবেক ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ, সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, ডাক্তার নুজহাত চৌধুরী সহ অন্যরা আলোচনায় অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি