ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ শেষে দুইপক্ষের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

প্রকাশিত : ০৯:২৪, ১২ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৪, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

এদিকে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ শেষে দুইপক্ষের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ১০ জন। ফ্রান্সের মার্সেই স্টেডিয়ামে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ শেষ হওয়ার পর পরই রুশ সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ইংলিশ সমর্থকরা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জল কামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে ১০ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করেছে। এর আগে গত শুক্রবার বর্মি আর্মি নামে পরিচিত ইংলিশ সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি