ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকীতে জাবি শিক্ষকদের শ্রদ্ধা

প্রকাশিত : ১৭:৩২, ৯ মে ২০১৮

পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৯ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষকরা বলেন, ওয়াজেদ মিয়া শুধুমাত্র একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানীই ছিলেন না, বরং দেশের সামাজিক ও রাজনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার আন্তরিক ব্যক্তিত্ব বাংলাদেশকে একটি বিজ্ঞানমনস্ক ও মানবিক রাষ্ট্র গঠনের পথপ্রদর্শক হিসেবে কাজ করবে।

শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মো. নুরূল আলম, সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. মুহম্মদ হানিফ আলীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৩০জন শিক্ষক।

এমএইচ/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি