ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

লিবিয়ায় একটি হাসপাতালে বিমান হামলায় শিশুসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:০৪, ৮ ফেব্রুয়ারি ২০১৬

libyaলিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরে একটি হাসপাতালে বিমান হামলায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। হাসপাতালটির এক এক্স-রে বিশেষজ্ঞ জানান, নিহতরা হলেন হাসপাতালটির একজন নার্স, তার ১০ বছরের ছেলে ও সরকার বিরোধী শুরা কাউন্সিলের দুই সদস্য। হামলায় হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। গেলো বছরের জুলাইয়ে দেরনা থেকে আইএস বিতারিত হওয়ার পর থেকে প্রতিনিয়ত শহরটিতে হামলা চালাচ্ছে জঙ্গী গোষ্ঠিটি। চলতি বছরের জানুয়ারিতে আইএস শহরটি দখলের চেষ্টা চালালে স্থানীয় বাহিনীর কারণে সফল হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি