ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে দলীয় কোন্দলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত : ১০:২৬, ১২ জুন ২০১৬ | আপডেট: ১০:২৬, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বরিশালের বাকেরগঞ্জে দলীয় কোন্দলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মহিউদ্দিন হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গতকাল বেলা ৩টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন মহিউদ্দিন। পথে কাকরদা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্থানীয় যুবলীগ নেতা মামুন, শওকত, বশিরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা মহিউদ্দিনকে বেধরক মারধর করে। পরে কুপিয়ে জখম করে আটকে রাখে। পরে স্থানয়ীরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ৭ টার দিকে তার মৃত্যু হয়। নিহত মহিউদ্দিন ৬ নম্বর বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি