ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ ও তিন ডাকাত গুলিবিদ্ধ

প্রকাশিত : ১০:২৮, ১২ জুন ২০১৬ | আপডেট: ১০:২৮, ১২ জুন ২০১৬

রাজধানীর গেন্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই পুলিশ ও তিন ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। আটক করা হয়েছে সাত ডাকাতকে। পুলিশ জানিয়েছে, রাতে গেন্ডারিয়ার নামাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ডাকাতরা। গোপন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাতরা। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত ও দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরো চার ডাকাতকে আটক করা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি