ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

তুর্কি বংশোদ্ভুত জার্মান সংসদ সদস্যকে পুলিশি নিরাপত্তা

প্রকাশিত : ১৫:৩৫, ১২ জুন ২০১৬ | আপডেট: ১৫:৩৫, ১২ জুন ২০১৬

আর্মেনিয় গণহত্যার বিষয়ে পার্লামেন্টের পদক্ষেপ সমর্থন করায় নিরাপত্তা ঝুঁকিতে থাকা ১১ তুর্কি বংশোদ্ভুত জার্মান সংসদ সদস্যকে পুলিশি নিরাপত্তায় দেয়া হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তখন তুর্কি অটোমানদের হাতে প্রায় ১৫ লাখ আর্মেনিয় হত্যার ঘটনাটিকে সম্প্রতি গণহত্যা হিসেবে আখ্যা দেয় জার্মান পার্লামেন্ট। আর গণহত্যার পক্ষে ভোট দেয়ায় হত্যার হুমকি দেয়া হয় ওই ১১ জার্মান এমপিকে। নিরাপত্তাজনিত কারনে তাদের তুরস্কে যাওয়ার উপর সতর্কতা জারি করেছে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রথম থেকেই গণহত্যার বিষয়টি অস্বীকার করে আসছে তুরস্ক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি